নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): কোটা-বুন্দি জেলা-সহ রাজস্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শনিবার উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সংকটময় সময়ে আমাদের কৃষকদের পাশে দাঁড়াতে হবে। তিনি জেলা প্রশাসন ও কৃষি বিভাগকে যত দ্রুত সম্ভব পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলেছেন।
উল্লেখ্য, গতকাল রাজস্থানের অনেক জেলায় বজ্রপাত, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে অনেক জায়গায় ফসলের ক্ষতি হয়েছে। বজ্রপাতে পালিতে দুইজন এবং নাগৌর ও উদয়পুরে একজন করে প্রাণ হারিয়েছেন। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা ৪ ডিগ্রি কমেছে।

