উত্তর ধূপঝোরায় ফের হাতির হানা, ক্ষতিগ্রস্ত ঘর

চালসা, ১৮ মার্চ (হি.স.): জলপাইগুড়ির মেটেলিতে ফের হাতির হানা। শুক্রবার গভীর রাতের মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরার মাকরাপাড়া এলাকার একটি বাড়িতে হাতি হানা দিলে ক্ষতিগ্রস্ত হয় একটি ঘর। তবে কোনও প্রাণ হানির ঘটনা ।

জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়। হাতিটি আকাশ ওরাওঁয়ের ঘরের পাকা দেওয়াল গুঁড়িয়ে ঘরে মজুত ধান সাবাড় করে। প্রায় দেড়ঘণ্টা পর হাতিটি স্থানীয় বাসিন্দাদের চিৎকারে ফের জঙ্গলে চলে যায়। উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় হাতির হানায় বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বন দফতর জানিয়েছে, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।