আগরতলা, ১৮ মার্চ (হি. স.) : ত্রিপুরায় ইন্দো-বাংলা সীমান্ত সুরক্ষার খুটিনাটি খতিয়ে দেখেছেন বিএসএফের ডিজি ড. সুজয় লাল থাওসেন। ত্রিপুরা সফরে এসে তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী এবং বিএসএফের রাজ্যে কর্মরতদের সাথে আলোচনা করেছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সাথেও দেখা করেছেন।
বিএসএফের ডিজি ড. থাওসেন গত ১৬ মার্চ ত্রিপুরা সফরে এসেছেন। তাঁর সাথে ছিলেন এডিজি(ইসি) সোনালী মিশ্র। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং মুখ্য সচিব জে কে সিনহার সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেন।
ত্রিপুরা সফরে বিসিএফের ডিজি বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। কাঁটা তারের বেড়া বসানো হয়নি এমন দীপক বিওপি এবং এন সি নগরে সিঙ্গল রো ফেন্সিং-র কাজ পরিদর্শন করেছেন তিনি। এন সি নগর বিওপি-তে তিনি প্রহরী সম্মেলনে অংশ নিয়েছেন। এরপর তিনি আগরতলা-আখাউড়া আইসিপি ঘুরে দেখেছেন। সেখানে তাঁকে বিজিবি সারাইলের রিজিওনাল কমান্ডার সম্বর্ধনা দিয়েছেন। সীমান্ত নিরাপত্তা নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। মূলত, সীমান্ত ব্যবস্থাপনা, নেশা সামগ্রী পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সমন্বয় সাধনে দুই সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকের বিস্তারিত আলোচনা হয়েছে।
বিএসএফের ডিজি ড. থাওসেন ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত বাহিনীর জওয়ানদের সাথেও কথা বলেছেন। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁদের কাছ থেকে জেনেছেন। তিনি সীমান্ত নিরাপত্তায় দিনরাত কঠোর পরিশ্রমের জন্য কুর্ণিশ জানিয়েছেন।

