বিলাসপুর, ১৮ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের বিলাসপুর শহরের কংগ্রেস নেতা সঞ্জু ত্রিপাঠী হত্যার ঘটনায় পুলিশ এখনও লাগাতার গ্রেফতার করছে। শনিবার বিলাসপুর পুলিশের অতিরিক্ত এসপি রাজেন্দ্র জয়সওয়াল বলেন, এই মামলায় পলাতক একজন শ্যুটারকে উত্তর প্রদেশের লখনউ থেকে গ্রেফতার করা হয়েছে।
এই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে খুন, খুনের চেষ্টা ও অন্যান্য অপরাধের প্রায় ডজনখানেক মামলা রয়েছে। ধৃত শার্প শুটারের কাছ থেকে একটি বোতাম ছুরিও উদ্ধার করেছে পুলিশ। যদিও হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। শ্যুটারকে গ্রেফতার করেছে ইউপি এটিএস। এখনও ৪ বন্দুকধারী পলাতক রয়েছে।
হত্যা মামলার ৯০ দিন পার হওয়ায় শুক্রবার ১৫০০ পৃষ্ঠার একটি চার্জশিট পেশ করা হয়েছ, যেখানে ১৯ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পাঁচ শুটার পলাতক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েচে, পলাতক অভিযুক্তদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের বানারসের বাসিন্দা শুটার দানিশ আনসারি, বেনারসের বাসিন্দা এজাজ আনসারি ওরফে বয়স ওরফে সোনু, মানিকপুরের বাসিন্দা বিনয় দ্বিবেদী ওরফে গুরুজি ওরফে বাসু সিং, চিত্রকুট, পাপ্পু। বানারসের বাসিন্দা দধি ও গাজীপুরের সান্দপুর দেবকালী। মাউপাড়ার বাসিন্দা তাবিজ আনসারী ওরফে ইরফান। তাদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

