নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : রাহুল গান্ধীকে সংসদে ক্ষমা চাইতে হবে। শুক্রবার স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
প্রসঙ্গত রাহুল গান্ধী গতকাল একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে তিনি লন্ডনে দেওয়া তাঁর বিবৃতি নিয়ে হাউসে তাঁর মতামত তুলে ধরতে চান। আজ শুক্রবার কংগ্রেস নেতারা লোকসভায় স্পিকারের কাছে রাহুল গান্ধীকে কথা বলার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে হাউস সুশৃঙ্খল না থাকায় কার্যবিবরণী স্থগিত করা হয়।
অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীর নাম রাহুলকে ইংরেজির রিগ্রেটফুল, অফফুল, হেটফুল, আনগ্রেটফুল লায়ার হিসেবে ব্যাখ্যা করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ দেশ প্রশ্ন করছে একটি পরিবার কি দেশের চেয়ে বড়? বিদেশের মাটিতে সংসদ ও দেশকে অপমান করা রাহুল গান্ধীর সংসদে এসে দেশের কাছে ক্ষমা চাইতে লজ্জা পাওয়া উচিত নয়।