নকশালবাড়িতে সন্তান জন্ম দিয়েই গলা টিপে খুন করল মা ! অভিযুক্তকে আটক করল পুলিশ

নকশালবাড়ি, ১৭ মার্চ (হি.স.): নকশালবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা । সন্তান জন্ম দিয়েই গলা টিপে খুন করে জঙ্গলে ফেলে দিল মা । জঙ্গল থেকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলাকে হেফাজতে নিয়েছে পুলিশ ।

শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসা ঘটনায় জানা গেছে, নকশালবাড়ি থানার অন্তর্গত স্টেশন পারা এলাকায় বৃহস্পতিবার রাতেই সন্তান জন্ম দিয়েছিল ওই মহিলা। এদিন সকালে রাস্তায় রক্ত দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার বিষয়ে জানা যায়। খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশকে। মৃত শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে স্বামীর থেকে বিচ্ছেদ হয়ে স্টেশন পাড়ায় পিঙ্কি দাসের বাড়িতে থাকতেন আফসানা খাতুন(৩৪)। আশপাশের এলাকায় পরিচারিকার কাজ করেই নিজের সংসার চালাতেন তিনি। গত এক বছর ধরে তিনি অন্তঃসত্ত্বা ছিল তা কেউই বুঝতে পারেনি। ইতিমধ্যে আফসানা খাতুনকে পুলিশের হেপাজতে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।