পূর্ব চানমারিতে তিন দিন ধরে জল নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷  জিবি সংলগ্ণ পূর্ব চানমারিতে তিন দিন ধরে জল  নেই৷ এলাকাবাসী জানিয়েছে স্নান তো দূরের কথা প্রাকৃতিক কাজের পরেও জল ব্যবহার করতে পারছে না৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব চানমারি এলাকায় গত তিন দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে৷ এলাকার জল উত্তোলক মেশিনটি বিকল হয়ে পড়ায় এই সমস্যা দেখা দিয়েছে৷ অপারেটরের মতামত জানতে চাওয়া হলে তিনি জানান পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ায় ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়৷ কর্তৃপক্ষের তরফে পাম্প মেশিনটি সারাই করে পুনরায় স্থাপন করা হয় এবং পাইপলাইন পরিষ্কার করে দেওয়া হয়৷ যথারীতি মেশিন চললেও হঠাৎ বন্ধ হয়ে যায়৷ এরপর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষে করে দেখতে পান জলের সঙ্গে প্রচুর পরিমাণে বালি উঠে আসছে৷ সে কারণেই এই বিপত্তি৷ দপ্তরের তরফে সংস্কারের কাজ পুনরায় শুরু হয়েছে৷ পাম্প মেশিন বিকল হয়ে পোড়ায় বিস্তীর্ণ এলাকার মানুষজন পাইপ লাইনে জল পাচ্ছেন না৷ তবে বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাঙ্কারে করে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন অপারেটর৷ তিনি আরো জানান ট্যানারে যখন জল নিয়ে আসা হয় তখন যারা বাড়ি করে থাকেন না তারা জল সংগ্রহ করতে পারেন না সে কারণেই তাদের সমস্যা বৃদ্ধি পেয়েছে৷