নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ইদানিং কালে ত্রিপুরা ক্রিকেট এ্যাসোসিয়েশনে অনিয়ম চলছে৷ শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত টি সি এ- কার্যালয়ে গিয়ে সভাপতি তপন লোধের হাতে ডেপুটেশন প্রদান করে ক্লাব গুলির সদস্যরা৷
এম বি বি স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর জন্য ১৬ কোটি টাকার টেন্ডার হয়৷ এর অনুমোদন দিয়েছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার৷ ইলেকট্রিক্যাল বিষয়ে কি করে একজন সিভিল ইঞ্জিনিয়ার অনুমোদন দেন এই নিয়ে প্রশ্ণ তোলেন টি সি এ-র অন্তর্গত ক্লাব গুলি৷ সি পি ডাব্লিউ ডি —র নিয়ম অনুসারে এটা নিয়ম বহিঃভূত কাজ৷ এই সমস্ত একাধিক ঘটনা উত্থাপন করে শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত টি সি এ- কার্যালয়ে গিয়ে সভাপতি তপন লোধের হাতে ডেপুটেশন প্রদান করে ক্লাব গুলির সদস্যরা৷ এই ঘটনার সঠিক তদন্তের দাবী জানান তাঁরা৷ রাজ্যের ক্রিকেটের উন্নয়নের জন্য টাকা যাতে নয়ছয় না হয় তারও দাবী জানান৷ এদিন ৭ টি ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে এই ডেপুটেশন প্রদান করে৷ টি সি এ-র এই দুর্নীতির ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে উর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে বলে জানান তারা৷
2023-03-17

