ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিরোধীদের সহায়তায় কংগ্রেস সর্বোচ্চ বলিদান দিয়েছে : সুদীপ

আগরতলা, ১৭ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিরোধীদের সহায়তায় কংগ্রেস সর্বোচ্চ বলিদান দিয়েছে। আজ নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর বরিষ্ঠ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ এই দাবি করেছেন। তবে, নির্বাচনে পরাজিত হলেও যুদ্ধ সমাপ্ত হয়নি, সুর চড়িয়ে বলেন তিনি। 

সুদীপের মতে, বিরোধী রাজনৈতিক দলগুলির ব্যক্তিগত স্বার্থ প্রত্যাশিত জয় অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর কটাক্ষ, একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে ভেবে কিছু রাজনৈতিক দল নিজেদের একাই সরকার গঠনের কান্ডারী মনে করেছিল। কিন্তু, ওই চিন্তাধারা আখেরে বিজেপিকে সহায়তা করেছে। তাঁর দাবি, ত্রিপুরায় কংগ্রেস মানুষের কল্যাণে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখবে। শুধু তাই নয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে। 

তাঁর সাফ কথা, বিজেপি কেবল সাতটি আসনে ভাল ভোটের ব্যবধানে জয়ী হতে সক্ষম হয়েছে। বাকি আসনগুলিতে বিজেপি ভোট বিভাজনের ফায়দা তুলেছে। তাঁর দাবি, বিজেপিকে নিয়ে আমার পূর্বানুমান সঠিক ছিল। কিন্তু, বিরোধী দলের বিভাজিত ভোট বিজেপিকে নির্বাচনে জয়ী করেছে। ওই ফলাফল অপ্রত্যাশিত এবং শীঘ্রই আমরা নির্বাচনে ব্যর্থতার পর্যালোচনা করব। তিনি কটাক্ষ করে বলেন, ত্রিপুরার ইতিহাসে এই প্রথম মাত্র ৩৮.৯৭ শতাংশ ভোট পেয়ে কোন দল সরকার গঠন করেছে। ৬০ শতাংশের অধিক ভোট বিজেপির বিরুদ্ধে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *