নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর দুষৃকতিদের হামলা৷ ঘটনা বিশালগড়ের অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ এলাকায়৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধ পরীক্ষার্থীদের৷ শুক্রবার ছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের পরীক্ষা৷ অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বের হলে কিছু দুষৃকতি কয়েকজন পরীক্ষার্থীকে মারধর করে৷ এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে না আসার জন্য হুমকি দিতে থাকে৷এতে আহত হয় কয়েকজন পরীক্ষার্থী৷ আহতদের নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধে সামিল হয় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে৷ বিশালগড় থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে৷ পরীক্ষার্থীরা জানায় পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর তাদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে৷ অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তারা চিহ্ণতে পেরেছে বলে জানায়৷
2023-03-17

