ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ।। নর্থ জোন-ই চ্যাম্পিয়ন। অপরাজিত চ্যাম্পিয়ন। ভিজ্জি ট্রফি, ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট ট্রফি নর্থ জোনের ঘরে। যদিও ফাইনাল ম্যাচ ঠিকঠাক হয়নি। বৃষ্টি বিঘ্নিত খেতাবি লড়াই শেষ পর্যন্ত ভি জে ডি মেথডে ফয়সালা হয়েছে। নর্থ জোন ২৭ রানের ব্যবধানে ইস্ট জোনকে পরাজিত করে এবারের মতো ভিজ্জি ট্রফি তথা ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। চারটি জোনের মধ্যে লীগ পর্যায়ের খেলা শেষে শীর্ষ দুটো দল নর্থ ও ইস্ট জোন ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল। খেলা ছিল শহীদ বীরনারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইস্ট জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নর্থ জোন একদিকে যেমন পুরো ৫০ ওভার খেলতে পারেনি, অপরদিকে প্রত্যাশিত স্কোরও গড়তে পারেনি। ৩৮.৫ ওভার খেলে ১৮৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে আহান পোদ্দার-এর ৮২ রান বেশ উল্লেখযোগ্য। এছাড়া, অভয় চৌধুরীর ৩০ রান ও অধিনায়ক পোখরাজ মান-এর ২৮ রান উল্লেখ করার মতো। ইস্ট জোনের অমর চৌধুরী ৪৪ রানে চারটি উইকেট তুলে নিয়েছে। এছাড়া, অটল বিহারী রায় ও শুভাশিস সাহু দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নামলে বৃষ্টি বিঘ্নিত খেলায় ইস্ট জোনের সামনে ১৮২ রানের টার্গেট ধার্য হয়। কিন্তু ব্যাটিং ব্যর্থতার দায়ে ইস্ট জোন ৩৪.৫ ওভার খেলে ১৫৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অমর চৌধুরী সর্বাধিক ২৪ রান পায়। নর্থ জোনের ফাইজান আলম তিনটি এবং অর্পিত রানা দুটি উইকেট পেয়েছে।
2023-03-16