নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): নেহরু যুব কেন্দ্র সংগঠনের মাধ্যমে ক্রীড়া মন্ত্রকের পরিকল্পনা এবং কার্যক্রম গ্রামীণ যুবকদের কাছে পৌঁছে দিচ্ছে। বৃহস্পতিবার রাজ্যসভায় একটি লিখিত উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি জানান, নেহরু যুব কেন্দ্র সংগঠন-এর সঙ্গে ৫১.৮২ লক্ষ যুব সদস্য ও তিন লাখ দুই হাজার যুব ক্লাবের নেটওয়ার্ক গ্রামীণ এলাকার যুবকদের কাছে নিজেদের প্রসারকেই প্রতিফলিত করে।
তিনি জানান, দেশে তরুণদের একটি অংশ আছে, যারা আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেনি, তবুও তাদের প্রজ্ঞা এবং আদিবাসী সমস্যা সম্পর্কে দৃঢ় উপলব্ধি দ্বারা চালিত, তারা নতুন উদ্ভাবন নিয়ে আসছে। মন্ত্রী বলেন, এই ধরনের উদ্ভাবনগুলি ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন এনআইএফ-ইন্ডিয়া দ্বারা সমর্থিত এবং উদ্ভাবিত হয়।