গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও দেশকে অপমান করেছেন রাহুল, তাঁর ক্ষমা চাওয়া উচিত : কিরেণ রিজিজু

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। বললেন, গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও দেশকে অপমান করেছেন রাহুল গান্ধী, দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, লন্ডন সেমিনারে যা বলেছেন সে জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। তিনি ভারতের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও দেশকে অপমান করেছেন। যারা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলেন, তাঁদের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।”

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু আরও বলেছেন, রাহুল গান্ধী যদি কিছু বলেন এবং সে জন্য কংগ্রেস সমস্যায় পড়ে, তাতে আমাদের কিছু করার নেই। কিন্তু তিনি যদি আমাদের দেশের অবমাননা করেন, তাহলে এই দেশের নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারব না। উল্লেখ্য, রাহুল গান্ধীর গণতন্ত্র সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজধানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *