ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ।।
জোরকদমে চলছে প্রস্তুতি। রাজ্য আসরে ভালো ফলাফল করার জন্য। ঘরের মাঠেই হবে রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট। ওই আসরে ভালো ফলাফল করার জন্য কিশোর মুহুরির নেতৃত্বে চলছে মহকুমার ২০ ক্রিকেটারকে নিয়ে জোর প্রস্তুতি। আর কে আই মাঠে। ২৫ মার্চ থেকে শুরু হবে রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট। আপাতত ২০ জন ক্রিকেটারকে শিবিরে ডাকা হলেও চূড়ান্ত দলে নির্বাচিত হবে ১৫ জন ক্রিকেটার। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব ক্রিকেটারদের নাম ঘোষনা করেন। কোচ কিশোর মুহুরি আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: ঋদ্ধিমান সরকার, রীতেশ কুমরী, শ্রীজয় মালাকার, রাজন সিনহা, দেবার্ঘ দাস, দেবার্ঘ সিনহা, সৌহার্দ মল্লিক, অয়ুষ পাল, গৌরব দাস, প্রাঞ্জল চৌধুরি, দেবরাজ চক্রবর্তী,শিয়াম উদ্দিন,সঞ্জয় কুমার কালোয়ার, শিয়াম পাসি,জিল্লু রহমান, সুহন মিঁয়া সূর্য,মৃগাঙ্ক পাইন, তৌহিজ মিঁয়া, অনিক দাস এবং বিশাল দাস। ম্যানেজার: পার্থ প্রতীম দেব এবং কোচ: কিশোর মুহুরি।

