নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : আরও বিপাকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। বিরোধী দল, সরকারি আধিকারিকদের উপর গোপনে নজরদারি চালানোর অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বৃহস্পতিবার মণীশ সিসোদিয়া এবং পাঁচ ফিডব্যাক ইউনিটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
দিল্লি সরকারের বিভিন্ন বিভাগের মাধ্যমে ‘রাজনৈতিক গোয়েন্দাগিরি’ চালানোর অভিযোগে আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে মামলা করার জন্য সিবিআইকে অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার। গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে সেই সম্মতি দেওয়া হয়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’এর অভিযোগ, কোনও এজেন্ডা নোট প্রচার না করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাঠিয়ে দিয়েছিল। এমনকি এই ইউনিটে নিয়োগের জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে কোনও অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ সিবিআইয়ের। সিবিআইয়ের প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ফিডব্যাক ইউনিট তথ্য সংগ্রহ করার পাশাপাশি, রাজনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।
উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই।