অসম : উন্নয়নমূলক পরিকল্পনা সংবলিত ৯৩৫.২৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ অর্থমন্ত্রী অজন্তার

গুয়াহাটি, ১৬ মার্চ (হি.স.) : বহু উন্নয়নমূলক পরিকল্পনা সংবলিত ৯৩৫.২৩ কোটি টাকার ঘাটতি বাজেট আজ বিধানসভায় পেশ করেছেন অসমের অর্থমন্ত্রী অজন্তা নেওগ।

পঞ্চদশ অসম বিধানসভায় ড. হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন সরকারের তৃতীয় পূৰ্ণাঙ্গ বাজেট আজ বৃহস্পতিবার পেশ করেছেন অর্থমন্ত্রী। রাজ্যের প্ৰথম মহিলা অর্থমন্ত্ৰী হিসেবে অজন্তা নেওগ আজ ২০২৩-২৪ অর্থবৰ্ষের জন্য ৯৩৫.২৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, উদ্যোগ, সংখ্যালঘু কল্যাণ, পৰ্যটন বিকাশ, দক্ষতা বিকাশ, আবগারি সংস্কার, কর সংস্কার, অসম দৰ্শন-এর প্ৰসার, গুজরাটের ক্রীড়া মহাকুম্ভের আদলে অসমে ক্রীড়া মহারণের পরকল্পনা, সাংস্কৃতিক প্ৰতিভা শনাক্তকরণের জন্য সাংস্কৃতিক মহাসংগ্ৰাম পদক্ষেপ, চা পাতার উৎপাদনে সরকারি ভরতুকি বৃদ্ধি, কৃষি আয়করের ওপর থেকে কর রেহাই, সরকারি কৰ্মচারীদের আপন ঘর, আপন বাহন প্ৰস্তাব, সবুজ বিদ্যুতের ওপর বিদ্যুৎ শুল্ক রেহাই, রাজস্ব বিভাগের সংস্কার ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বর্ণনা করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্ৰী অজন্তা নেওগ কর্তৃক উপস্থাপিত ২০২৩-২৪ অর্থবৰ্ষের বাজেট অনুযায়ী বছরে মোট আয় হবে ৩,২১,৭৪২.৭১ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন উৎস থেকে রাজস্ব খাতে ১,১৪,০৮৪.৬৯ কোটি টাকা এবং মূলধন খাতে ২৫,৩৫৯.১৯ কোটি টাকা সহ কনসলিডেটেড তহবিলের ১,৩৯,৪৪৩.৮৮ কোটি জমা হবে। একইভাবে পাবলিক সেক্টরে ১,৮০,২৯৮.৮৩ কোটি টাকা এবং কনটিনজেন্সি ফান্ডের অধীনে ২,০০০ কোটি টাকা যোগ হওয়ার পর বছরে সৰ্বমোট আদায়ের পরিমাণ হবে ৩,২১,৭৪২.৭১ কোটি টাকা।

এদিকে ২০২৩-২৪ অর্থবৰ্ষে মোট ৩,২১,০৮১.৭৫ কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে রাজস্ব খাতে ১,১১,৩৩৬.৫৯ কোটি টাকা এবং মূলধন খাতে ২৮,৪১৮.৬৮ কোটি টাকা সহ মোট একত্ৰীকৃত অর্থ থেকে সৰ্বমোট ১,৩৯,৭৫৫.২৭ কোটি টাকা ব্যয়ের পরিমাণ ধাৰ্য করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি পাবলিক সেক্টরে ১,৭৯,৩২৬.৪৮ কোটি টাকা ব্যয় এবং কনটিনজেন্সি ফান্ডের অধীনে ২,০০০ কোটি টাকা যোগ করে এ বছর সৰ্বমোট এস্টিমেটেড ব্যয়ের পরিমাণ হবে ৩,২১,০৮১.৭৫ কোটি টাকা। এভাবে ২০২৩-২৪ অর্থবছরে এস্টিমেটেড লেনদেন বাবদ আনুমানিক ৬৬০.৯৬ কোটি টাকা উদ্বৃত্ত হলেও বছরের শুরুতে ঘাটতি ১,৫৯৬.১৯ কোটি টাকার হিসাব মেলালে ২০২৩-২৪ অর্থবৰ্ষের শেষের দিকে বাজেটের ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৯৩৫.২৩ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *