ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ : ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্য সুশান্ত দাস-এর মাতা অর্চনা রানী দাস আজ, বুধবার সকালে বড়দোয়ালিস্থিত বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘ একবছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তিনি স্বামী, দুই পুত্র সহ অনেক গুনমুগ্দ্ধ আত্মীয় পরিজন রেখে গেছেন। উনার প্রয়ানে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হচ্ছে ও শোকস্তব্ধ আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
2023-03-15