নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ অন্যান্য বছরের ন্যায় এবছরও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ মানের পরীক্ষা বুধবার থেকে শুরু হল৷ রাজ্যে অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতেও তিনটি সেন্টারে দ্বাদশ মানের পরীক্ষা শুরু হয় বুধবার দুপুর বারোটা থেকে৷তেলিয়ামুড়ার তিনটি সেন্টার হল কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এবং তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়৷ এই তিনটি সেন্টারের পরিচালন কমিটির সম্পাদক অর্থাৎ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা জানান কবি নজরুল বিদ্যাভবনে মোট পরীক্ষার্থী ৩২৮ জন, এরমধ্যে ১৬১ জন ছাত্র এবং ১৬৭ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে৷ অন্যদিকে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ১৭১জন, এরমধ্যে ৮৫ জন ছাত্র এবং ৮৬ জন ছাত্রী রয়েছে৷ অপরদিকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ৫২১ জন, এরমধ্যে ২৪০ জন ছাত্র এবং ২৮১ জন ছাত্রী রয়েছে৷ তিনি আড়ো জানান এই তিনটি সেন্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০২০ জন৷ এরমধ্যে ছাত্র সংখ্যা ৪৮৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫৩৪ জন৷ তবে বুধবার দুপুর বারোটা থেকে তিনটি সেন্টারে দ্বাদশ মানের পরীক্ষা শুরু হলেও সংবাদ লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা নেই৷ বুধবার ছিল দ্বাদশ মানে ইংরেজি বিষয়ক পরীক্ষা৷ বুধবার থেকে খোয়াইয়ের ছয়টি ভেন্যুতে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ বৃহস্পতিবার থেকে খোয়াই এর সাতটি ভেনুতে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষা গ্রহণের সময় সকল ধরনের প্রস্তুতি লক্ষ্য করা যায়৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় খোয়াইয়ের ছয়টি ভেন্যুতে ১৬৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে৷ অপরদিকে বৃহস্পতিবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ৪টি সুকলের ৩৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে৷খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে নয়টি সুকলের ৫২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে৷ লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তিনটি সুকলের ১৭৯ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে৷ জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দুটি সুকলের ১৫৩ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে৷ তুলাশিখড় রাজনগর ছ সুকলে একটি সুকলের ৩০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে৷ গণকি ছ সুকলে দুইটি সুকলের ১৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে৷ এই বিষয়ে জানান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনোজ রায়৷
2023-03-15