ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।। আন্তর্জাতিক নারী দিবস ও সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে মহিলাদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ বছরের নিচে, ২৫ থেকে ৪০ বছর, ৪০ ও ততোর্ধ্ব বছর – এভাবে বিভিন্ন বয়সী মহিলাদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সাব্রুম মহকুমা শাখার উদ্যোগে
আন্তর্জাতিক নারী দিবস ও সপ্তাহ উদযাপনের অঙ্গ স্বরূপ এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সহযোগিতায় ছিল সাব্রুম নগর পঞ্চায়েত অফিস। পৌরহিত্য করেন চেয়ারপার্সন শ্রীমতি রমা পোদ্দার। ভাইস চেয়ারম্যান দীপক দাস সহ নগর পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা ঘিরে বালিকা ও মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহির শীল অতিথিদের স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।