কুকুরছানাকে গাড়ির পেছনে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷  চলন্ত গাড়ির পেছনে কুকুরছানাতে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য মঙ্গলবার সামাজিক মাধ্যমে মর্মাহত করেছে রাজ্যবাসীকে৷ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন গাড়িটি আটক করেছে পুলিশ৷ এই ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷চলন্ত গাড়ির পেছনে কুকুরছানাকে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য মঙ্গলবার সামাজিক মাধ্যমে মর্মাহত করেছে রাজ্যবাসীকে৷ প্রকাশিত হয়েছে খবর৷ এ রোমহর্ষক ঘটনাটি লক্ষ্য করা গেছে দক্ষিণ জেলার সাব্রুমে৷ একটি ম্যাক্স গাড়ির পেছনে অবলা প্রাণীটিকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার মত ঘটনা হয়তো রাজ্যে বিরল৷ টি আর ০৩ – ৩৭৩১ নাম্বার ম্যাক্স চালক গাড়ির পেছনে দড়ি বেঁধে একটি জীবন্ত সারমেয় হত্যা করল৷ এরকম মর্মাহত দৃশ্য দেখতে পেয়ে জাতীয় সড়কের উপর পথ চলতি পশুপ্রেমীরা হতবাক হয়ে যায়৷ সাব্রুমের শহরের বিশাল সিং নামে এক পশুপ্রেমী আগরতলা থেকে সাব্রুমে যাওয়ার সময় জোলাইবাড়ী পিলাক রাস্তার কিছু পথ আগে দেখতে পায় এই মর্মদৃশ্যটি৷ এই মর্মদৃশ্যটি বিশালের কোন প্রকার সহ্য করতে না পেরে সাহসিকতা দেখিয়ে ম্যাক্স গাড়িটি থামিয়ে চালকের সাথে কথা বলেন কেন সারমেয়টিকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে৷ চালক প্রতি উত্তরে বলেন এটা তার ইচ্ছে৷ তারপর ম্যাক্স গাড়ি চালকটি দ্রুত গতিতে কলাছড়া বাজার পর্যন্ত এসে হঠাৎ উধাও হয়ে যায়৷ খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পশুপ্রেমীরা থানায় মামলা গায়ের করেন৷ অভিযোগ মূলে পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে৷ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন গাড়িটি আটক করেছে পুলিশ৷ এবং এই ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *