নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা ও সাংসদ সঞ্জয় রাউত। বুধবার কটাক্ষের সুরে সঞ্জয় রাউত বলেছেন, শাসকপক্ষের রাস্তা পরিষ্কার রাখতেই বিরোধীদের টার্গেট করছে বিজেপি ও তাঁদের সরকার।
বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সঞ্জয় রাউত বলেছেন, শাসকপক্ষের রাস্তা পরিষ্কার রাখতেই বিরোধীদের টার্গেট করছে বিজেপি এবং তাঁদের সরকার। যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করছে তাঁদেরই টার্গেট করা হয়েছে। তাঁদের জেলে ঢোকানো হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিরাট কেলেঙ্কারিতে জড়িত গৌতম আদানিকে কোনও সমন পাঠানো হয়নি। আমরা জানতে চাইব কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?