নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): আগামী ১৯ মার্চ গুজরাট সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৯ মার্চ গুজরাট সফরে যাবেন। সেখানে তিনি জুনাগড় জেলা ব্যাঙ্কের সদর দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও সোমনাথ মন্দির দর্শন ও প্রার্থনা করবেন।
গুজরাট সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জুনাগড় জেলা ব্যাঙ্কের সদর দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি জুনাগড়ে এপিএমসি কিষাণ ভবনের উদ্বোধন করবেন। তিনি সোমনাথ মন্দিরে প্রার্থনাও করবেন, সোমনাথ ট্রাস্টের মোবাইল অ্যাপ চালু করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করবেন।