দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৬১৮, মৃত ৫ জন

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): ভারতে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬১৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬১৮ জন। ফলে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৯১,৯৫৬ জন। বিগত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৭৮৯-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২৯৪ জন বেড়ে ৪,১৯৭-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। এই সময়ে ভারতে করোনা মুক্ত হয়েছেন ৩১৯ জন । ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৬,৯৭০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *