নিয়মরক্ষার ম্যাচে শতদল নতজানু প্রত্যাশিত রানার্স ইউনাইটেড ফ্রেন্ডস

ইউ. ফ্রেন্ডস:-‌ ৩৩৭/‌৮(৫০)

শতদল:-‌ ৯০/১০(২৬.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।। নিয়ম রক্ষার ম্যাচে সহজ জয় পেয়ে আসর শেষ করলো ইউনাটেড ফ্রেন্ডস। মঙ্গলবার ২৪৭ রানের বড় ব্যবধানে শতদল সঙ্ঘকে পরাজিত করে ইউনাটেড ফ্রেন্ডস। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডসের গড়া ৩৩৭ রানের জবাবে শতদল সঙ্ঘ মাত্র ৯০ রান করতে সক্ষম হয়। আসরে ১০ ম্যাচ খেলে ৮ টি ম্যাচে জয় পেয়েছে ইউনাটেড ফ্রেন্ডস। তবে এদিন দুর্ভাগ্য বিজয়ী দলের ওপেনার সেন্টু সরকারের। দুরন্ত ব্যাট করলেও মাত্র ১ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হয়েছেন। দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে গিয়েছিলো এক ম্যাচ আগেই। এই ম্যাচটি ইউনাটেড ফ্রেন্ডসের কাছে ছিলো অনেকটা নিয়মরক্ষার। তারপরও নকআউটের আগে মনোবল বাড়িয়ে নিতে আসরের জয় পাওয়া জরুরি ছিলো। সেই লক্ষ্যেই মাঠে নেমেছিলেন পারভেজ সুলতান-‌রা। কিন্তু শুরুতেই দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিশাল ঘোষকে হারানোর পর ‌ইউনাটেড ফ্রেন্ডস কতটা বড় স্কোর গড়তে পারবে তা নিয়ে দেখা দিয়েছিলো সন্দেহ। কিন্তু ওপেনার সেন্টু সরকার, দলনায়ক রজত দে এবং দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার দীপক ক্ষত্রীর দুরন্ত ব্যাটিংয়ে ‌ইউনাটেড ফ্রেন্ডস টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে পাহাড় সমান ৩৩৭ রান করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে সেন্টু সরকার  ১১২ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৯, দলনায়ক রজত দে  ৫৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, দীপক ক্ষত্রী ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, অর্জুন দেবনাথ ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, নবীন কুমার ২৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং অভিজিৎ চক্রবর্তী ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। শতদল সঙ্ঘের পক্ষে জয়দীপ দেব (‌৫/‌৫৮) সফল বোলার। এছাড়া বিজয় রায়, দলনায়ক সম্রাট সিনহা এবং হিতেশ চৌহান ১ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ইউনাটেড ফ্রেন্ডসের পেস ও স্পিন অ্যাটাকের সামনে দিসেহারা হযে পড়েন শতদল সঙ্ঘের ব্যাটসম্যানরা। দল গুটিয়ে যায় মাত্র ৯০ রানে। শুরুতে অর্জুন দেবনাথ আঘাত আনার পর শেষ করেন অপূর্ব বিশ্বাস এবং ঋত্বিক শ্রীবাস্তব। ওই ত্রয়ীর আক্রমণে ‘‌তাসের ঘরের’ মতো ভেঙ্গে যায় শতদল সঙ্ঘের ইনিংস। দলের পক্ষে স্বাদব খান ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩৪ এবং সম্রাট সিনহা ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ইউনাটেড ফ্রেন্ডসের বোলারদের আক্রমণের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে অর্জুন দেবনাথ (‌৫/‌২২), ঋত্বিক শ্রীবাস্তব (‌৩/‌৬) এবং অপূর্ব বিশ্বাস (‌২/‌২১) সফল বোলার।‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *