উত্তর কাশ্মীরের সোপোরে গ্রেফতার লস্কর জঙ্গিদের মদতদাতা, একাধিক ধারায় মামলা রুজু

বেজিং, ১৪ মার্চ (হি.স.): তিন বছরের নিষেধাজ্ঞার পর আগামী ১৫ মার্চ থেকে বিদেশীদের সমস্ত ক্যাটাগরির ভিসা দেওয়া হবে বলে চিন মঙ্গলবার জানিয়েছে। কোভিড-১৯-এর সংক্রমণ চিনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পর ২০২০-র মার্চ মাস থেকে চিন সমস্ত ভিসা বাতিল করেছিল।

চিন ইতিমধ্যেই, গত ৮ জানুয়ারি ঘরোয়া ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন নিয়মগুলি তুলে নিয়েছে। প্রায় তিন বছরের নিষেধাজ্ঞার পরে নিজস্ব সীমানা পুনরায় খোলার দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছে চিন।

উল্লেখ্য, কোভিড-১৯ নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশবাসীর নজিরবিহীন প্রতিবাদের কারণে ইতিমধ্যেই শূন্য-কোভিড নীতি থেকে সরে এসেছে চিন। এবার চিন জানিয়ে দিল, ১৫ মার্চ থেকে বিদেশীদের সমস্ত ক্যাটাগরির ভিসা দেওয়া হবে।