ফের আদালতে জামিনের আরজি পার্থর

কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : ফের আদালতে জামিনের আরজি করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থতার কথা জানিয়ে বললেন, “মরেই যদি যাই, বিচার করে লাভ কী।”

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর ঠিকানা জেল। মঙ্গলবার ভারচুয়ালি আদালতে পেশ করা হলে সেখানেই পার্থ চট্টোপাধ্যায় জানান তাঁর অসুস্থতার কথা।

পার্থবাবু বলেন, “আমার শরীর ভাল নেই। পা ফুলে উঠছে। জেলে চিকিৎসার ব্যবস্থা নেই। যদি মরেই যাই তাহলে আর বিচার করে লাভ কী। আমি অনেক কিছু বলতে চাই। কোর্টে আসতে চাই। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে জানাব। ৮ মাস হয়ে গেল এভাবে আর কতদিন চলবে?” বিচারক জানান, উকিলের সঙ্গে কথা বলে আদালতে গিয়ে পার্থবাবু তাঁর বক্তব্য জানাতেই পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *