ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।। পদক ও জাতীয় সংসাপত্রে সংবর্ধিত হলো রাজ্যের সোনার মেয়ে তথা বিস্ময় বালিকা অর্শিয়া দাস। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সংবর্ধিত হলো রাজ্যের ক্ষুদে দাবাড়ু অর্শিয়া ।মুক্তধারা অডিটোরিয়াম তার হাতে পদক ও শংসাপত্র তুলে দেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। উল্লেখ্য, ২০২১ সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল ত্রিপুরার বিষ্ময় বালিকা অর্শিয়া। কিন্তু তৎকালীন সময়ে করোনার কারণে আনুষ্ঠানিকভাবে তার হাতে পদক ও পুরস্কার প্রদান করা যায়নি। কার্যত, মুক্তধারা অডিটোরিয়ামে আজ, মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে সেই পদক ও শংসাপত্র আনুষ্ঠানিকভাবে অর্শিয়ার হাতে অর্পণ করা হয়েছে।
2023-03-14