আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কাল মাধ্যমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বুধ ও বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষা গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে৷ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা৷বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ অপরদিকে বৃহস্পতিবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য ১ হাজার ৯২ টি বিদ্যালয় থেকে মোট আবেদন জানিয়েছে ৩৮ হাজার ১৩০ জন৷ তাদের পরীক্ষা হবে ৭৭ টি কেন্দ্রের ১৬২ টি ভেনুতে৷ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৮ এপ্রিল৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা আলিম পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছে ৭ টি মাদ্রাসা থেকে ১২১ জন৷ তাদের পরীক্ষা হবে ৫ টি কেন্দ্রের ৬ টি ভেনুতে৷ অপরদিকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছে ৪০৮ টি বিদ্যালয় থেকে ৩৩ হাজার ৪৫৩ জন৷ তারা পরীক্ষায় বসবে ৬৪ টি কেন্দ্রের ১১২ টি ভেনুতে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৯ এপ্রিল৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে ৩ টি মাদ্রাসা থেকে ৬২ জন৷ তাদের পরীক্ষা হবে ৩ টা কেন্দ্রের ৩ টা ভেনুতে৷ তাদের পরীক্ষা শেষ হবে ৫ এপ্রিল৷ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানাতে গিয়ে সাংবাদিক এমনটা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *