ফুটবল রেফারিদের ক্যাটেগরি পরীক্ষা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।। ফুটবল রেফারিদের ক্যাটেগরি-ফাইভ পরীক্ষার ২৬শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবং ত্রিপুরা রেফারী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ২৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন রেফারি ক্যাটাগরি – ৫ পরীক্ষায় বসতে ইচ্ছুকদের সম্পাদক নারায়ণ দে, ফোন ৮৮৩৭৪৮৬৩১২ এবং হেড অফ রেফারি বিশ্বজিৎ সাহা, ফোন ৯৪৮৫০৯৬৪৯৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে। আগরতলা সহ সোনামুড়া, বিশালগড়, বিশ্রামগঞ্জ, সিমনা, জম্পুইজলায় বসবাসকারীদের মধ্যে ১৮ হইতে ৩৫ বছর বয়সী ইচ্ছুক পুরুষ ও মহিলা রেফারিরা পরীক্ষায় বসতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে নিয়ে আসতে হইবে এডমিট কার্ড, মাধ্যমিক পাশ বোর্ড সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, কোভিড টিকা করন সম্পন্ন হওয়ার সার্টিফিকেট, পাসপোর্ট (যদি থাকে) – এই সমস্ত ডকুমেন্টস নিয়ে পরীক্ষায় আসতে হবে। উল্লেখ্য, পরীক্ষার্থীদের কোনও রকম টিএ/ডিএ প্রদান করা হবে না বলে ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের সম্পাদক নারায়ণ দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *