ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আগরতলা শাখার উদ্যোগে আগামীকাল বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি প্রচার এবং প্রসারের পাশাপাশি স্মরণীয় করে রাখার জন্য, আরবিআই আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ, মঙ্গলবার একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে উজ্জ্বয়ন্ত প্যালেস কম্পাউন্ড থেকে এই সাইকেল র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই উদ্যোগটি মূলতঃ সাইকেল চালানোর মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যবস্থায় ভোক্তা সুরক্ষা এবং অভিযোগের প্রতিকারের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই করা হয়েছে। সাইকেল র্যালির সূচনা পর্বে ফ্ল্যাগ অফ করেন আর.বি.আই-এর জেনারেল ম্যানেজার, সতবন্ত সিং সাহোতা এবং অন্যান্য ব্যাংকের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার দিবসের গুরুত্ব উপলক্ষে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যালেস কম্পাউন্ডের প্রাঙ্গণে স্ট্রিট্ পেইন্টিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাইকেল র্যালীতে অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2023-03-14