হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ি বন দফতরের

কুড়া, ১৩ মার্চ (হি.স.) : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার মতই উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য গাড়ি ও জঙ্গল এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্হা করা হয়েছে।জেলা স্কুল পরিদর্শক পিযূষ কান্তি বেরা জানান, সোমবারের তথ্য অনুযায়ী বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া, বেলিয়াতোড়, গঙ্গাজলঘাটি রেঞ্জ এলাকায় ৭১ টি বুনো হাতি রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের ডিএফও উমর ইমাম জানান, জঙ্গলের ভিতর গ্রাম গুলির সমস্ত রাস্তায় নজরদারি দল মোতায়েন থাকবে। ২০০’র বেশি হুলা পার্টি, গজ মিত্র ও পুলিশ থাকবে। পাশাপাশি নজরদারি দলের সঙ্গে রেঞ্জ অফিসার, বিট অফিসারাও থাকবেন । পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা যাওয়ার জন্য বন দফতরের তরফে ৩৫ টি গাড়ি ভাড়া করা হয়েছে। প্রয়োজনে তা বাড়ানো হবে। জানা গেছে জঙ্গল লাগোয়া গ্রাম গুলি থেকে এবার ২০০ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *