নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতীয় গণতন্ত্রকে অপমান করছেন। এই ধরনের নেতাদের বিরুদ্ধে লোকসভা স্পিকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি প্রতিমন্ত্রী গিরিরাজ সিং।
সোমবার ভিডিও প্রকাশ করে গিরিরাজ সিং বলেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দেশের বাইরে লন্ডনে গিয়ে ভারতকে অপমান করেছেন। ভারতের গণতন্ত্রকে অপমান করেছে, ভারতীয় সংসদকে অপমান করেছে। আজ লোকসভা অধিবেশন শুরু হয়েছে, হাউসে ক্ষমা চাওয়া উচিত।
তিনি আরও বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভা স্পিকারের ব্যবস্থা নেওয়া উচিত। যে ব্যক্তি সংসদে ৫২ মিনিট বক্তৃতা করেছিলেন, গালিগালাজ করেছেন, হতাশা থেকে মিথ্যা অভিযোগ করেছেন। বিদেশে গিয়ে সেই ব্যক্তি কী ক্ষমতায় ভারতের গণতন্ত্র, সংসদ, দেশকে অপমান করছেন?
গিরিরাজ সিং বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। রাহুল গান্ধীর চিন্তাভাবনা ও আচার-আচরণ দেশবিরোধীর থেকে কম নয়। বিদেশী শক্তিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়ার জন্য রাহুল গান্ধীর অভিপ্রায়কে আমরা সবাই অস্বীকার করি। এ জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত।