দিগরখাল (অসম), ১৩ মার্চ (হি.স.) : ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিন অটোযাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। একইসঙ্গে ওভারলোডেড ডাম্পারে পিষ্ট হয়ে দুমড়েমুচড়ে গিয়েছে একটি অটো রিকশা।
আজ সোমবার সন্ধ্যারাতে কাছাড়ের ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখাল বাজারে সংঘটিত হয়েছে মারাত্মক এই সড়ক দুর্ঘটনাটি। মেঘালয় থেকে মাত্রাতিরিক্তভাবে চুনাপাথর বোঝাই করে তীব্রগতিতে বরাকের জাতীয় সড়কে দৌড়াচ্ছে অসংখ্য ডাম্পার। ওভারলোড সিন্ডিক্যাটের নিয়ন্ত্রণে চুনাপাথর কয়লা প্রভৃতির বেলাগাম ব্যবসা চলে আসলেও প্রায় সময় সেই সব ওভারলোডেড ডাম্পারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন চালকরা। ঠিক একইভাবে আজ সন্ধ্যায় ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখাল বাজারে এসে একটি চুনাপাথরবাহী ওভারলোডেড ডাম্পার ব্রেক ফেল হয়ে চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে চরম বিপদগ্রস্ত পরিস্থিতির উদ্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা ক্ষোভের সঙ্গে জানান, বেআইনিভাবে মাত্রাতিরিক্ত বোঝাই নিয়ে কোনও মতে রাস্তা অতিক্রম করার তাগিদে তীব্র গতিতে চালিয়ে আসা ডাম্পারটি হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যায়। তখন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি দিগরখাল বাজারে এসে পাল্টে গিয়ে রাস্তার পাশে যাত্রী নিয়ে থেমে থাকা একটি অটো রিকশাকে চেপে ধরে। ভাগ্যক্রমে অটো রিকশার চালক তড়িঘড়ি সরে গিয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হন। কিন্তু অটোতে থাকা তিন যাত্রী ডাম্পার ও চুনাপাথরের চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন।
ডাম্পারের নীচ থেকে তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।