মালাপ্পুরম (কেরল) , ১৩ মার্চ (হি.স.) : সোমবার অন্তর্বাসে লুকিয়ে ২ কেজি সোনা পাচারের অভিযোগে একজন মহিলাকে গ্রেফতার করল বিমানবন্দর শুল্ক বিভাগ। ঘটনাটি ঘটে কোঝিকোড় বিমানবন্দরে। শুল্ক বিভাগ জানিয়েছে, পাচার হওয়া সোনার আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি। কোঝিকোড় বিমানবন্দরে গ্রেফতার করা হয় নারিকুনির বাসিন্দা কান্দন প্লাকিল আসমাবীভি (৩২)। ২,০৩১ গ্রাম ওজনের দুটি প্যাকেট বাজেয়াপ্ত করেছে সংশ্লিষ্ট দফতর।
জানা গিয়েছে, যাত্রী দুবাই থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে এসেছিলেন।
প্রসঙ্গত, এর আগে জানুয়ারিতে দুই যাত্রীকে তাদের লাগেজের ভিতরে লুকিয়ে রাখা ২.৫৫ কোটি টাকা মূল্যের ৪.৬৫ কিলোগ্রাম সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।