মন্ত্রী সান্তনা চাকমা ও টিংকু রায়কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  রবিবার ঊনকোটি জেলার কৈলাশহরে বিজেপি-র জেলা কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী  টিংকু রায়, মন্ত্রী সান্তনা চাকমা, বিজেপির  কৈলাশহরের মনোনীত প্রার্থী মোঃ মবস্বর আলী এবং বিজেপির জেলা সভাপতি পবিত্র দেবনাথ প্রমুখ৷ অনুষ্ঠানে বিজেপি-র সকল  মোর্চার কার্যকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজেপির সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ আগামী দিনে রাজ্যের মানুষের জন্য কাজ করে যাবে বলে জানান দুই মন্ত্রী৷ পুনরায় সরকার প্রতিষ্ঠিত করার সুজোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী টিঙ্কু রায়৷ যুব সমাজকে বেশী করে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য বিধানসভার ভেতর ও বাইরে কাজ করে যাবেন বলে জানান৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য পূরণ করবে বর্তমান সরকার বলেও জানান মন্ত্রী শান্তনা চাকমা৷