সংহতি:- ৩১৯/৬(৫০)
কসমোপলিটন:- ২১৭/১০(৪৩.৪)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।। দুর্দান্ত জয় সংহতির। এর সুবাদে সুপার ডিভিশনে টিকে থাকার বিষয়টা সুনিশ্চিত হলো। পক্ষান্তরে বিজিত কসমপলিটনের কাছে অবনমনটাও একেবারে নিশ্চিত হলো আজ। খেলা ছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটের ফিরতি লেগের। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সংহতি ক্লাব বনাম কসমোপলিটন ক্লাবের ম্যাচ। দু-দলের আরো একটি করে ম্যাচ বাকি রয়েছে। তবুও কসমোপলিটনের ঐকান্তিক ইচ্ছে ছিল অন্ততঃপক্ষে একটা জয়ের স্বাদ উপভোগের। কার্যত সংহতি ১০২ রানের ব্যবধানে কসমোপলিটনকে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগায় সংহতি। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে কৌশল আচার্যের ১১৯ রানের পাশাপাশি অধিনায়ক নিরুপম সেন চৌধুরীর ৭৩ রান, সম্রাট সূত্রধরের ৫২ রান ও অমিত আলীর ৩৮ রান উল্লেখযোগ্য। কৌশল ১২৫ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৯ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও্ জিতে নেয়। কসমোপলিটনের রিয়াজ উদ্দিন দুটি এবং দেবপ্রসাদ সিংহ, সাহিল সুলতান, ইন্দ্রজিৎ দেবনাথ ও সৌরভ দাস একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটনের ব্যাটার্সদের মধ্যে উৎসাহ ও উদ্যোগের ঘাটতি না থাকলেও তিন শতাধিক রানের টার্গেট তাদের পক্ষে দুরূহ ঠেকে। ৪৩.৪ ওভার খেলে ২১৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সৌরভ দাসের অপরাজিত ৪৩ রান এবং অভিষেক শর্মা ও নিনাদ কদম দুজনের ৪০ করে রান উল্লেখ করার মতো। সংহতির স্বরাব সাহানি, সঞ্জয় মজুমদার ও নিরুপম সেন চৌধুরী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, শাহরুখ হোসেন, প্রতীক সারগাড়ে, অমিত আলী ও সম্রাট সূত্রধর পেয়েছে একটি করে উইকেট।