গোয়ালপাড়া (অসম), ১২ মার্চ (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত রংজুলি থানার অধীন দিঘলিবড়ি গ্রামে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৪৩টি চোরাই গরু।
প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন সূত্ৰে খবর পেয়ে গতকাল শনিবার মধ্যরাতে চোরাই গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল রংজুলি থানার পুলিশ। পুলিশের কাছে খবর ছিল, রাতের মধ্যেই গরুগুলি অন্যত্র পাচার করা হবে। সে অনুযায়ী শিমলিতোলা ফাঁড়ি পুলিশের দল নিয়ে রংজুলি থানা পুলিশ দিঘলিবড়িতে গিয়ে অভিযান চালায়। গরুগুলিকে যখন পাচারের প্রস্তুতি চলছিল, তখন তাদের চতুর্দিক থেকে ঘিরে ধরে পুলিশের দল। এর পর বেঁধে রাখা গরুগুলিকে নিজেদের জিম্মায় নিয়ে নেয় পুলিশ।
এদিকে পুলিশ বাহিনী দেখে অন্ধকারের সুযো নিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় গরু পাচারকারীরা। পরে উদ্ধারকৃত ৪৩টি চোরাই গরুকে নিয়ে রংজুলি থানায় নিয়ে আসে পুলিশ।