প্রয়াত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা, বলিউডে শোকের ছায়া

মুম্বই, ১২ মার্চ (হি.স.) : বলিউডে একের পর এক শোকের ছায়া। এবার অভিনেত্রী মাধুরী দীক্ষিত মাকে হারালেন। মাধুরী দীক্ষিতের মা, স্নেহলতা দীক্ষিত, আজ রবিবার মুম্বইয়ের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর মায়ের বয়স হয়েছিল ৯১ বছর। আজ বিকেল ৩টে নাগাদ ওরলির শ্মশানে দাহ করা হবে অভিনেত্রীর মাকে। মায়ের মৃত্যুর হৃদয় বিদারক খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মাধুরী এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে।

মাধুরী টুইটে জানালেন, “আমাদের প্রিয় মা, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের সান্নিধ্যে পরলোকগমন করেছেন।” গত বছর, তার মায়ের ৯০ তম জন্মদিনে, মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি প্রেমময় নোট লিখেছিলেন। তাঁর নোটে লেখা ছিল, “শুভ জন্মদিন, আই! তাঁরা বলে একজন মা একজন মেয়ের সেরা বন্ধু। তাঁরা একদম সঠিক। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার থেকেও বেশি, আপনি আমাকে যে পাঠগুলি শিখিয়েছেন তা আপনার কাছ থেকে পাওয়া আমার সবচেয়ে বড় উপহার।”