কানপুর দেহাত, ১২ মার্চ (হি.স.) : শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের কানপুর জেলার রুরা থানার অন্তর্গত হারামাউতে অবস্থিত বানজারা ডেরার বাসিন্দা প্রকাশের কুঁড়েঘরে আগুন লাগে। এতে বাবা-মা ও তিন সন্তানসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিবারের অন্য সদস্যদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিবারকে সান্ত্বনা দেন। মৃতদের মধ্যে রয়েছে সতীশ (৩০), তার স্ত্রী কাজল (২৬), তিন সন্তান সানি (৬), সন্দীপ (৫) ও গুদিয়া (৩)।
গ্রামবাসীরা জানায়, পুলিশকে খবর দিলে তারা ঝুপড়িতে জল ঢালতে শুরু করলেও ততক্ষণে ঝুপড়িটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পাওয়া মাত্রই জেলা ম্যাজিস্ট্রেট নেহা জৈন সহ দমকল বাহিনী, পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি শীর্ষ আধিকারিকদের সঙ্গে পৌঁছে যান। পুলিশ সুপার বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

