এই নিয়ে দ্বিতীয়বার, জমির বিনিময়ে চাকরি মামলায় তেজস্বীকে ফের সমন সিবিআই-এর

পাটনা, ১১ মার্চ (হি.স.): জমির বিনিময়ে চাকরি মামলায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে ফের সমন পাঠালো সিবিআই। এই নিয়ে দ্বিতীয়বার এই মামলায় তেজস্বী যাদবকে সমন পাঠালো সিবিআই।

শনিবার তেজস্বীকে নতুন সমন পাঠিয়েছে সিবিআই। তাঁকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে, তবে ঠিক কবে ডাকা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।সিবিআই সূত্রের খবর, জমির বিনিময়ে চাকরি মামলায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে শনিবার সমন পাঠানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে সমন পাঠানো হয়েছে। প্রথম সমন পাঠানো হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। এই সমনের বিষয়ে আরজেডি-র কোনও।প্রতিক্রিয়া পাওয়া যায়নি।