কলকাতা, ১১ মার্চ (হি. স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতের তৃণমূলের যুব নেতা কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে পেশ করা হবে। শনিবার এমনই নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। এদিন আদালতে দাঁড়িয়েও শান্তনু দাবি করেছেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে জেলবন্দিদের নিশানা করেছেন তিনি।
শুক্রবার সন্ধেবেলা প্রায় ৭ ঘণ্টা জেরার পর শান্তনুকে গ্রেফতার করে ইডি। নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর অগাধ সম্পত্তি। বলাগড়, চন্দননগর, চুঁচুঁড়া, জিরাট-হুগলি জুড়ে ‘রাজা’ শান্তনুর সাম্রাজ্য। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একের পর এক সম্পত্তির হদিশ। বিলাসবহুল বাড়ি থেকে রিসর্ট, ধাবা, গেস্ট হাউস, হুক্কা বারের হদিশ। মোবাইল দোকানের কর্মী থেকে রকেট গতিতে যুব তৃণমূল নেতার উত্থান। ইডি খতিয়ে দেখছে, কীভাবে মাত্র কয়েক বছরেই বলাগড়ের ‘বেতাজ বাদশা’ হয়ে উঠলেন শান্তনু?