অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী মোড়

কলকাতা, ১০ মার্চ (হি স)। শহরে অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভে শুক্রবার দুপুরে অবরুদ্ধ হয় দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়। ভাড়াবৃদ্ধি, কমিশন কমানো-সহ একাধিক দাবিতে অ্যাপ ক্যাব চালকদের সিটু প্রভাবিত সংগঠনের বিক্ষোভ। ৯০ শতাংশ চালক গাড়ি চালাচ্ছেন না বলে দাবি সংগঠনের।

মূলত তিনটি দাবি তাঁরা রাখেন। তার মধ্যে সবচেয়ে বড় দাবি কমিশন কমানো। ভাড়া বাড়ানোর কথাও বলেছেন তাঁরা। এর পাশাপাশি চালকদের উপর যেসব কেস রয়েছে তা তুলে নেওয়ার দাবিতে মিছিল বের করেন চালকরা। রাসবিহারী থেকে মিছিল শুরু হয়ে চেতলার দিকে যায় মিছিল। এর মধ্যে বেশ কয়েকজন চালক নিজেদের দাবিতে রাসবিহারী মোড়ে বসে পড়েন।

এই যাত্রাপথে বেশ কিছু অ্যাপ ক্যাবের উপর আক্রমণ চালানোর চেষ্টা হয়। তাদের বিভিন্নভাবে নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। এরপর চেতলার অ্যাপ ক্যাবের অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো ও স্মারকলিপি কর্মসূচি ছিল তাঁদের।