খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের সূচনা করলেন অনুরাগ ঠাকুর, চলবে ৩১ মার্চ অবধি

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের সূচনা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শুক্রবার সকালে নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের সূচনা করেছেন। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

আন্তর্জাতিক মহিলা দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক ১০ থেকে ৩১ মার্চ পর্যন্ত খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের আয়োজন করছে। দেশের ৫০টিরও বেশি শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১৫ হাজার নারী খেলোয়াড় অংশ নেবেন।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, খেলাধুলার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করাই এই (খেলো ইন্ডিয়া দশ কা দম) ইভেন্টের উদ্দেশ্য। খেলো ইন্ডিয়াতে মহিলা খেলোয়াড়দের অংশগ্রহণ ১৮০০ থেকে ২৭০০-এ উন্নীত হয়েছে। খেলাধুলার জন্য বাজেট বাড়ানোর জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।