কিশনগঞ্জ, ১০ মার্চ (হি.স.) : দুই পরিবারের বিবাদের জেরে অ্যাসিড ছুড়ে হামলার অভিযোগ। গায়ে অ্যাসিড পড়ায় জখম হয়েছেন চার শিশু সহ ৮ জন। শুক্রবার ঘটনাটি ঘটে কাটিহারের মুরাদপুর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়িটোলা গ্রামে।
এদিন লালু শাহ ও তাঁর জামাইবাবু রামচন্দ্র শাহ’র মধ্যে কোনও কারণে বিবাদ হয়। অভিযোগ, সেইসময় লালু শাহ নিজের বোন, ভগ্নিপতি ও ভাগ্নের ওপর অ্যাসিড ছুড়ে মারে। অ্যাসিডে ওই তিনজন সহ অভিযুক্তের মা’ও জখম হন। পাশাপাশি অ্যাসিডে প্রতিবেশীদের চার শিশুও জখম হয়। ঘটনার পর অভিযুক্ত লালু শাহ সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের কুরসেলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার।