আবুজা, ১০ মার্চ (হি.স.): নাইজেরিয়ায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন, আহত হয়েছেন প্রায় ১২ জন। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার লাগোসে। জানা গিয়েছে, বাসটি সরকারী কর্মচারী নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছিল। ঠিক সেই সময় লাগোসের একেজা এলাকায় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে বাসটির বলে জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফততরের প্রধান ইব্রাহিম ফারিনলোয়ি।
৮৪ জনকে উদদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় মারা গেছেন ৬ জন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় বাস চালকের গাফিলতি ছিল বলে জানা গিয়েছে। ট্রাফিক সিগন্যাল না মানার কারণেই এই দুর্ঘটনা বলে উঠে এসেছে তদন্তে।
নাইজেরিয়ার বিভিন্ন শহরে ট্রাফিক নিয়ম না মানার ঘটনা আকছার দেখা যায়। যে কারণে এখানে প্রায়শই ঘটে যায় দুর্ঘটনা। কর্তপক্ষের কড়া পদক্ষেপ এবং জরিমানার পরও মেটেনি সেই সমস্যা।

