জয় অধরা-ই কসমোপলিটনের সাফল্যের লক্ষ্যে ইউনাইটেড ফ্রেন্ডস

কসমোপলিটন:- ১৪৮/১০(৪৪.২)

ইউ. ফ্রেন্ডস:- ১৫২/৬(২৮.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। জয়ের স্বাদ অধরা-ই থেকে যাচ্ছে কসমোপলিটনের। অনেক প্রত্যাশা নিয়ে আজ মাঠে নামলেও প্রতিপক্ষ ইউনাইটেড ফ্রেন্ডস দাপটের সঙ্গেই কসমপলিটনকে চার উইকেট পরাজিত করেছে। প্রথম লীগে ইউনাইটেড ফ্রেন্ডস ৬২ রানে জয়ী হলেও আজ ফিরতি লিগে চার উইকেটে জয় তাদের সাফল্যের লক্ষ্যে আরও কিছুটা এগিয়ে দিয়েছে। পক্ষান্তরে, লাগাতর ৮ ম্যাচে পরাজয় কসমপলিটনকেও অবনমনের দিকে ক্রমশ ঠেলে দিচ্ছে। আজ খেলা ছিল নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৪.২ ওভার খেলেই কসমোপলিটন সব কটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে নিনাদ কদম সর্বাধিক ৪২ রান পায়। এছাড়া, সাহিল সুলতানের অপরাজিত ২৬ রান কিছুটা উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডস-এর পারভেজ সুলতান ৩০ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, অর্জুন দেবনাথ, শুভম ঘোষ ও প্রিয়াংশু গৌতম প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। দীপক ক্ষৈত্রী পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস ২৮.১ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলীয় ১৯ রানের মধ্যে পরপর দুই উইকেটের পতন ফ্রেন্ডসকে কিছুটা চিন্তায় ফেললেও শুভম ঘোষের ৩৮ রান, নবীন কুমারের ২৯ রান এবং দীপক ক্ষৈত্রীর ২৭ রান দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। কসমোপলিটনের সৌরভ দাস ৩৪ রানে তিনটি এবং রিয়াজ উদ্দিন ও দেবপ্রসাদ সিংহ একটি করে উইকেট পেয়েছে।