নয়াদিল্লি, ৯ মার্চ (হি. স.) : সিবিআইয়ের পরে এবার আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে শ্যেন অ্যারেস্ট করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারই সিবিআইয়ের বিশেষ আদালতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি রয়েছে। আর সেই শুনানির কয়েক ঘন্টা আগে ইডির গ্রেফতারির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে আম আদমি পার্টি নেতৃত্ব।
গত ২৬ ফেব্রুয়ারি দিল্লি আবগারি নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। সাতদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকার পরে বর্তমানে তিহাড় জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে সিসোদিয়াকে কয়েক ঘন্টা জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। আর তার পরেই জল্পনা ছড়ায়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জল্পনাই সত্যি হলো।
অন্যদিকে, আগামিকাল শুক্রবারই দিল্লির বিশেষ সিবিআই আদালতে সিসোদিয়ার জামিনের আর্জির শুনানি রয়েছে। ওই মামলায় জামিন পেলেও কোনও লাভ হবে না অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বস্ত সঙ্গীর। কেননা, সেক্ষেত্রে ইডি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে নেবে। আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে সিসোদিয়ার মুক্তি আটকাতেই তড়িঘড়ি গ্রেফতারের পথে হেঁটেছে ইডি।