ঢাকা, ৯ মার্চ (হি. স.) : ঢাকার উত্তরায় বেসরকারি ডাচ বাংলা ব্যাঙ্কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ হওয়া ১১ কোটি ২৭ লক্ষ টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। লুঠের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাঙ্কের এটিএমে টাকা ভরার দায়িত্বে থাকা মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ সংস্থার দুই পরিচালকসহ সাতজনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করে বাকি টাকার হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘ব্যাঙ্কের গাড়ি থেকে টাকা লুঠ পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন।’
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বেসরকারি ডাচ-বাংলা ব্যাঙ্কের টাকা বহনকারী গাড়ি থেকে ১১ কোটি ২৭ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরেই তদন্তে নামে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। উত্তরা থেকে পালানোর সময়ে তিনটি ট্রাঙ্ক সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। তিনটি ট্রাঙ্ক থেকে উদ্ধার হয় লুঠের নয় কোটি টাকা।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ রাতে সাংবাদিকদের জানান, ‘বৃহস্পতিবার সকালে গাড়িটি মিরপুর-১২ নম্বর থেকে রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি থামায়। ওই গাড়িতে টাকা নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিলেন মোট ছয়জন। ছিনতাইকারীরা তাদের মারধর করে গাড়ি ও টাকার চারটি বক্স নিয়ে পালিয়ে যায়। মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ সংস্থার টাকা আনা-নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা অনেক দিন ধরে অনুসরণ করছিল। ছিনতাইকারীদের হাতে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। লুঠ হওয়ার ঘটনা বিশ্বাসযোগ্য করে তুলতেই আগ্নেয়াস্ত্রের কথা বলা হয়েছে।‘