কাবুল, ৯ মার্চ (হি.স.) : আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফৈজাবাদ। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭:০৬ নাগাদ এই কম্পন অনুভূত হয়। গত ৮ দিনের মধ্যে তৃতীয়বার এই কম্পন। আফগানিস্তানের জাতীয় ভূকম্প কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। ফৈজাবাদের ২৮৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার। এই ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভ থেকে ১০৭ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত জানা যাচ্ছে, গতকাল আফগানিস্তানে রাত ১:৪০ নাগাদ আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা অনুভূত হয়েছে ৪.২। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের ১৩৬ কিলোমিটার গভীরে ছিল। পরপর দুটি ভূমিকম্প কার্যত আতঙ্ক বাড়িয়েছে। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

