আগরতলা, ৯ মার্চ (হি.স.): বাড়ির ছাদে এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি, এমনটাই ধারণা মৃতের ভাইয়ের। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের ভাই জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে প্রেমানন্দ দাসের স্ত্রী বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় তাঁর স্বামীকে দেখতে পেয়েছেন। স্ত্রী ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির অন্যান্য সদস্য সহ এলাকাবাসীরা ছুঁটে আসেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়ার থানার পুলিশ। পুলিশ ওই দেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
মৃতের ভাই আরও জানিয়েছেন, প্রেমানন্দ দাস ও তার স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এমনকি প্রেমানন্দ-র বিরুদ্ধে তার শ্বশুরবাড়ি ও স্ত্রীর পক্ষ থেকে থানায় বধূ নির্যাতনের মামলাও দায়ের করা হয়েছিল। বুধবারে তাঁদের মধ্যে পারিবারিক বিবাদের কারণে প্রেমানন্দ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। ওই দিন রাতে সে আর বাড়ি ফিরে আসেন নি বলে জানান তিনি। আজ সকালে তাঁর দেহ বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
তবে এই আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

